Saturday, July 19, 2014

বাঙালি রক্তের মত লাল-2 -মোহাম্মদ কামাল

রক্তের আলকাতরা অন্ধকারে বধ্যরাত্রি
দালি’র চোয়ানো ঘড়ির মত মহাকালে জমাট
ধ্বংস চমকে উজ্জ্বলন্ত পলকের লোমহর্ষ লাল!

গলনাঙ্কে হিমালয় এত ফিনকি ধারা কখনো দ্যাখেনি
কখনো দ্যাখেনি এত জল বঙ্গোপসাগর
কখনো মাখেনি কোন মুক্তিযুদ্ধ এত সংশপ্তকের হৃৎপিণ্ডের লাভা৤
লক্ষপ্রাণের ঘনীভূত একছোপ চোয়ানো রক্তের মত
মহাকালের প্রকাশ্য দিবালোকে জমাট
বাংলাদেশের মানচিত্র
অনন্তে একছোপ চোয়ানো রক্তের মত মহাকালে জমাট৤

অগ্নিচেতনার লাল
নিজস্ব তাজা ক্ষতের মত লাল
স্বাধীনতা বাঙালি রক্তের মত লাল৤

0 comments:

Post a Comment